

কলকাতা: বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ২১ এর বিধানসভা নির্বাচন। এরই মধ্যে রাজ্য বিধানসভায় নজির হয়ে থাকতে পারে একটি ঘটনা। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই প্রথমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এইবার রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে না। তা পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট। এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অনুমতি চেয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
বৃহস্পতিবারই বিকেল চারটে নাগাদ এই বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। সেই আবেদন রাজ্যপাল মঞ্জুরও করে দিয়েছেন বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, রাজ্যে করোনা পরিস্থিতিতে সুরক্ষার জন্য অর্থমন্ত্রী অমিত মিত্রকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই তিনি বিধানসভাতে আসতে পারবেন না। একাই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন মুখ্যমন্ত্রী।
তবে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য কোনও মন্ত্রীও বাজেট পেশ করতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্বভার নিলেন। হঠাৎ মুখ্যমন্ত্রী নিজেই কেন এই দায়িত্ব নিলেন সেই নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। আর এবার বাজেট প্রায় বিরোধী শূন্য। কারণ বাজেটের আগেই বাম এবং কংগ্রেস বক্তৃতা বয়কট করেছে।