

কলকাতা: রাজ্যে বাম শাসন এখন তলানিতে গিয়ে ঠেকেছে। তাও বিধানসভা নির্বাচনে আশা রাখছে দল। সেই কারণেই আগামী ২৮ ফেব্রুয়ারির বামেদের ব্রিগেড সমাবেশ রয়েছে। আর সেই মঞ্চে দল চাইছে রাজ্য তথা বাম দলের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে। যদিও ৭৭ বছর বয়সে শরীর স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। তবে বুদ্ধদেবের মতো কমরেড নিঃসন্দেহে গোটা দলের মনোবল বাড়িয়ে তুলতে সক্ষম হবেন।
বামেদের অন্যান্য নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীদেরও একই মত। কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সিওপিডি-র সমস্যা থাকার কারণে বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় মাঝে মাঝেই তবে এর মধ্যে বিগ্রেডে উপস্থিত থাকবেন কিনা তা সময়ই বলবে।
যদিও বামেদের পরিকল্পনায় রয়েছে ভার্চুয়াল মঞ্চ, এর আগে বামেদের ডাকা শেষ ব্রিগেডে হাজির হয়েও মঞ্চে ওঠা হয়নি তাঁর। কারণ গাড়ি থেকেই নামতে পারেননি। বামেরা চাইছে ভোট ময়দানে বুদ্ধদেব বাবুর জনপ্রিয়তাকে কাজে লাগাতে। এর আগে জীবিত অবস্থায় শেষ ব্রিগেডে অডিও বার্তা শোনানো হয়েছিল জ্যোতি বসুর। মঞ্চে উপস্থিত থাকলেও বুদ্ধদেব বাবুকে দেখা যেতে পারে ভার্চুয়াল মঞ্চে অর্থাৎ, তাঁর অডিও বার্তা শোনানো হবে। সুতরাং যে কোনও প্রকারেই হোক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভোটের ময়দানে আনতে প্রস্তুত বামেরা।