

কলকাতা: চলতি বছরে শীত রাজ্যজুড়ে বেশ ভালোই ব্যাট করেছে। অন্যান্য বছরের তুলায় বেশ অনেকটাই বেশী দাপট দেখিয়ে বেরিয়েছে। তবে এবার শীতের পাত্তারি গোটানোর সময় এসে গিয়েছে। এবারের মতো রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। গত কয়েকদিন ধরে শহরের তাপমাত্রা বাড়ছে। নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর অয়াবহাওয়া দফতর।
কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী কয়েকদিনে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে। ৩০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা যেতে পারে বলে মনে করেছে আবহাওয়া দফতর। তবে জেলা গুলিতে আরও কয়েকদিন শীতের আমেজ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর গণেশ কুমার দাস বলেছেন,”আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে নতুন করে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের অনুভূতি কমবে। তবে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তুরে হাওয়া থাকলেও তার প্রভাব কমেছে। অন্যদিকে মাঝে মাঝে পূবালী হাওয়া প্রবেশ করায় আবহাওয়ার বদল হবে।” আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯৯ শতাংশ। বুধবার শহরের তাপমাত্রা ছিল, ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এই থেকেই বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে বাড়ছে শহরের তাপমাত্রা। শুক্রবারের পর থেকে দিনের বেলায় গরম আরও বাড়বে। তবে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটা বলার অপেক্ষা রাখে না গত ১০ বছরে এত ঠাণ্ডা ফেব্রুয়ারী মাসে দেখা যায়নি।