

কলকাতা: এবারের মত বিদায় ঘণ্টা বেজে গিয়েছে শীতের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পারদের ওঠানামা দখেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাত ও ভোরের দিকে হালকা শীতের আমজের থাকেও দিনের বেলার কপালে জমতে শুরু করেছে ঘাম। তবে গত ১০ বছরে এবার ফেব্রুয়ারির শুরু থেকে বেশ ভালো ব্যাটিং করেছে শীত। কলকাতাবাসী বহু বছর পর ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বেশ ঠাণ্ডা উপভোগ করে নিয়েছে।
গত কয়েকদিন ধরে শহরের তাপমাত্রা বাড়ছে। নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর অয়াবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কথাও বৃষ্টিপাত হয়নি আর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর গণেশ কুমার দাস বলেছেন, ”আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে নতুন করে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের অনুভূতি কমবে। তবে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তুরে হাওয়া থাকলেও তার প্রভাব কমেছে। অন্যদিকে মাঝে মাঝে পূবালী হাওয়া প্রবেশ করায় আবহাওয়ার বদল হবে।” আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা একই থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে।