

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: কড়া নিরাপত্তার ঘেরা টোপে আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সাথে বাবুর হাটের জনসভায় পৌছেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা,সায়ন্তন বসু সহ জেলা বিজেপি নেতৃত্ব। আজকের এই জনসভায় প্রচুর রাজবংশী সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
লোকসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গে বিশেষ ভুমিকা পালন করছে রাজবংশী সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিক ভাবেই ২০২১ এর নির্বাচনে রাজবংশী সম্প্রদায়ের মানুষের ভুমিকাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে বলে মনেকরছেন রাজনৈতিক মহল। মঞ্চে শুভেন্দু অধিকারী সহ রাহুল সিনহাকে মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রচুর বিজেপি কর্মীরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে সেল্ফি নিতে দেখা গিয়েছে।
এদিন সায়ন্তন বসু বলেন, টি.এম.সি চাল,ডাল,মাটি,গরু চুরির পাশাপাশি করোনার ভ্যাকসিনও চুরি করে। শুধু তাই নয়। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও কটাক্ষ করেন সায়ন্তন বসু। নাম নাকরে অভিষেক বন্দোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করে বলেন। শুভেন্দু অধিকারী বলেন, “শুনুন তোলাবাজ ভাইপো তৃণমূল কংগ্রেসকে আমরা কাটতে আসিনি। তৃণমূল কংগ্রেসকে উখড়ে ফেলে দিতেই এসেছি। পাশাপাশি তিনিও বলেন খেলা হবে। তৃনমুলকে ফেলা হবে।”