

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি : বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার দেখা মিলল। রবিবার রাতে ফের আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ।ধৃতের নাম বিক্রম সিবো। সে দেবীডাঙার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে দেবীডাঙা সংলগ্ন সিসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিক্রম সিবোকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পিস্তল এবং তিন রাউন্ড তাজা কার্তুজ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, এর আগেও অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিক্রম সিবোকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।