

কুশল দাশগুপ্ত, জলপাইগুড়ি: তৃণমূল ছাড়লেন জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রূপম ঘোষ। তিনি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এর পাশাপাশি এই কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।
সোমবার তিনি তার পদত্যাগপত্র ইমেলের মাধ্যেমে তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পর্যটনমন্ত্রী গৌতম দেব ও জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী এবং তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিকের কাছে পাঠান।
অন্যদিকে দলত্যাগ করেই তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দেন রূপম ঘোষ। তিনি বলেন, ২০১১ সালে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি। তার পদত্যাগের পরই জল্পনা শুরু হয় যে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।