

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: নান্টু পাল এবং তার স্ত্রী মঞ্জুশ্রী পালের টিকিট না পাওয়ায় দল ছাড়াকে অবিবেচকের মতো কাজ বলে জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
সোমবার শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে নিজের এলাকাতে প্রচার করতে গিয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান কিসের উপরে ভিত্তি করে নান্টু পাল এই কাজ করলো তা জানা নেই, তবে মনে হচ্ছে ওর বয়স হয়ে গিয়েছে ,ওর এখন শুভবুদ্বির প্রয়োজন, ও যে সিদ্ধান্ত নিলো তাতে দল কিছুটা অবাকই হয়ে গিয়েছে। আমরা সবাই মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক। আমি নান্টুর সাথে নিজে কথা বলেছি,আমাকে ও যা যা বলেছে তাতে মনে হয়েছে ও কিছুটা দিকভ্রষ্ট হয়ে পড়েছে।
পর্যটনমন্ত্রী আরও বলেছেন, এখনও সময় আছে ও নিজের অবস্থান ঠিক করুক, তাতে ওরই মঙ্গল হবে।