

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবিরের সমর্থনে নির্বাচনী সভা করতে এলেন সংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান।
এই দিন এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্পের বিষয় তুলে ধরলেন তিনি পাশাপাশি আগামী দিনে বাংলায় আরো উন্নয়ন হবে এমনটাই জানালেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা দারুন খেলোয়াড় আমরা খেলতে ভালোবাসি তবে এটা গণতন্ত্রের খেলা এখানে মানুষ জবাব দেবে।
পাশাপাশি তিনি আরো বলেন যতগুলি প্রার্থী রয়েছে তাদের মধ্যে একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।