

নানুর: রাজনীতিতে এখন দেদার ধর্মীয় মেরুকরণ চলছে, ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখেই চলছে ভোট উৎসব| সর্বধর্মসমন্বয়ের বাস আমাদের ভারতে, কিন্তু তা সত্ত্বেও ধৰ্ম নিয়ে কাদা ছোঁড়াছুড়ি|বাংলা তথা ভারতবর্ষ কে ধর্মের ভিত্তিতে ভাগ করতেই মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক ব্যক্তিত্বরা|
বৃহস্পতিবার নানুরের বাসাপাড়ায় মিছিল শেষের পরই বিস্ফোরক মন্তব্য করে বসলো তৃণমূল নেতা শেখ আলম|‘ আমরা ৩০ শতাংশ মুসলমান যদি এককাট্টা হই, তাহলে চারটে পাকিস্তান বানাতে পারবো, তখন ভারতের ৭০ শতাংশ কোথায় যাবে’? তাঁর বক্তৃতায় স্পষ্ট হয়ে উঠে আসলো পাকিস্তান বানানোর কথা|এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই বিজেপির তরফ থেকে শমীক ভট্টাচার্য জানায়, ‘ তৃণমূল সরকারের মদতেই এক শ্রেণীর মানুষের বাড়-বাড়ন্ত হয়েছে,নতুবা ভারতে থেকে পাকিস্তান বানানোর কথা বলার সাহস কি করেই বা হয়’?
সুতরাং, পাকিস্তান ভারতের শত্রু দেশ হওয়ার পরেও এদেশীয় মানুষ কি করে পাকিস্তান বানানোর কথা বলতে পারে সেটাই অনেকের প্রশ্ন|আলমের মন্তব্যকে অনেকেই পাত্তা দিতে চায়নি,তারা বলেছেন আলম শহরের বড় নেতা নয়, গ্রাম বা মফস্বলের নেতা বলে ধরা যেতে পারে|কিন্তু ভারতীয় নাগরিকের মুখে এরকম মন্তব্য সত্যিই লজ্জার, আশঙ্কাজনকও বটে|