

নন্দীগ্রামঃ নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর কেন্দ্রের অনেকেই ভোট দিতে পারছেন না এই অভিযোগ শোনার পর সেখানে পৌঁছান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছলে তাঁকে ঘিরে মুখোমুখি হয় তৃনমূল বিজেপি সমর্থকরা।মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে বুথের ভিতরে প্রবেশের সময় জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করে বিজেপি সমর্থকরা।পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা তাদের ঘিরে রাখে সেখান থেকেই তৎক্ষতাত রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী।
এই কেন্দ্রের বিজেপি মহিলা সমর্থকদের দাবি বাইরে থেকে লোক এনে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে তৃনমূলের পক্ষে ।আমরা তাহলে ভোট দেবো কি ভাবে?তাহলে কি মুখ্যমন্ত্রী ছাপ্পা ভোট দিতে এসেছেন?তারা আরও বলেন মুখ্যমন্ত্রী আসার পরই গন্ডগোল শুরু হয়েছে।অপরদিকে শাসক দলের তরফে দাবি বয়ালের এই ৭নম্বর বুথে ভোটাররা শান্তিতে ভোট দিতে পারছিলেন না এই অভিযোগ শোনার পরেই সেখানে মুখ্যমন্ত্রী নিজে হাজির হন ।মুখ্যমন্ত্রী আসার পরেই তাঁকে উদ্দেশ্য করে স্লোগান শুরু করে বিজেপি কর্মীরা।জয় শ্রী রাম ও জয় বাংলা স্লোগান উত্তেজিত হয়ে ওঠে বয়ালের ৭ নম্বর বুথ চত্বর।