

অসমঃ বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইভিএমে কারচুপির আশঙ্কা আগেই করেছিলেন বিরোধীরা৷ এবার ভোটযন্ত্রের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিল৷ দ্বিতীয় দফা ভোটের পর ইভিএম মেশিন খুঁজে পাওয়া গেল এক বিজেপি বিধায়কের গাড়িতে৷
আসামের এক সাংবাদিক অতনু ভূঁইয়া ভিডিওটি টুইট করেছেন। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন যে, ‘পাথরকান্দিতে পরিস্থিতি উত্তেজনাজনক’। দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টা পর সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিযোগ, পাথরকান্দির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে রয়েছে বৈদ্যুতিন ভোটদানের মেশিন (ইভিএম)।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ঘটনার তীব্র নিন্দা করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, “এ জাতীয় অভিযোগের বিষয়ে অবিলম্বে সিদ্ধান্তমূলকভাবে কাজ করা উচিত নির্বাচন কমিশনের। ইভিএম এর এই ঘটনা সমস্ত জাতীয় দলকে গুরুত্ব সহকারে পুনরায় মূল্যায়ন করা দরকার।” এই ঘটনায় বিজেপিকেই সম্পূর্ণভাবে দুষেছেন সোনিয়া-কন্যা। তিনি বলেন, “প্রতিবারই অদ্ভুতভাবে কিছু মিল পাওয়া যায়। তা হল, ইভিএম মেশিন নিয়ে যাওয়া গাড়িগুলি সাধারণত বিজেপিরই হয়ে থাকে। ভিডিওগুলিকে এক পর্যায়ের ঘটনা হিসাবে নেওয়া হয় এবং অবহেলা করে বাতিল করা হয়। যারা এই ভিডিও পোস্ট করে বিজেপি তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।”
এদিকে ভিডিওটি নিয়ে হইচই শুরু হওয়ার পরই অস্বস্তিতে পড়ে যায় নির্বাচন কমিশন৷ ইতিমধ্যে চার ভোট কর্মীকে সাসপেন্ড করা হয়েছে৷ জেলা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷ পরে নির্বাচনী আধিকারিকরা জানান, মেশিন নিয়ে যাওয়ার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় অন্য একটি গাড়ি লিফট চাওয়া হয়েছিল৷ পরে জানা যায় সেটি বিজেপি প্রার্থীর গাড়ি৷ কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, ওই গাড়িতে কোনও ভোট কর্মী বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল না৷ অথচ নিয়ম হল, কড়া নিরাপত্তা প্রহরায় ভোট যন্ত্র নিয়ে যাওয়া হয় স্ট্রং রুমে৷ নিরাপত্তা ছাড়া কী করে মেশিন অন্য গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্রশ্ন উঠছে৷