

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: পাহাড়ে বিমল গুরুং সমর্থন করবেন তৃণমূলকে এই নিয়েই অসন্তুষ্ট বিনয় তামাং এর শিবির। কেন তৃণমূল সমর্থন করছে গুরুংকে এটা নিয়েই চিন্তায় পড়ে গেছেন বিনয় তামাং এর দল।
পাহাড়ে রাজনৈতিক সমীকরন পালটে গিয়েছে অনেকটাই। গুরুং তৃণমূলকে সমর্থন করায় পাহাড়ে নিজেদের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবেন এটা নিয়েই আপাতত মাথা ব্যাথা বিনয় তামাংদের। তাদের অবস্থানটা ঠিক কি হবে তা নিয়েও দ্বিধায় রয়েছেন তারা। যদি তারা তৃণমূলকে সমর্থন করেন তবে তারা জানেন তারা বেশী উচ্চতায় যেতে পারবেন না। তাই তারা না পারছেন তৃণমূলের সাথে সরাসরি যুক্ত হতে,না পারছেন বিজেপীকে সমর্থন করতে। পাহাড়বাসীরা কি করবেন এখন সেটা তাদেল বিষয় বলে জানিয়েছেন বিনয় তামাং।
তবে বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে যাবে সেটা ঠিক বুঝতে পারছেন না তাবড় তাবড় রাজনৈতিক বিষেশজ্ঞরাও। যত দিন যাচ্ছে পাহাড়বাসীরা চিন্তায় থেকে গেছেন কি করা উচিত কি করা উচিত নয় তা নিয়ে। দ্বিধাবিভক্ত পাহাড়ের মানুষের রাজনৈতিক সমর্থন এখন ঠিক কোন দিকে যায় আপাতত সেটার দিকেই তাকিয়ে পাহাড়বাসী।